করিম চেয়ারম্যানকে একরাম স্টাইলে হত্যার চেষ্টা

ফেনী সদর প্রতিনিধি :
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ বি.কম কে সোমবার বেলা পৌনে ১১টার দিকে প্রয়াত ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি একরামুল হক একরাম স্টাইলে হত্যার চেষ্টা চালিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতংক বিরাজ করছে। বিক্ষুদ্ধ দলীয় নেতাকর্মীরা ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
পুলিশ জানায়, চেয়ারম্যান করিম উল্যাহ বি.কম গতকাল ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে পশ্চিম ছনুয়া রবি টাওয়ারের নিকট পৌছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা সিএনজি অটোরিক্সা দিয়ে তাকে বহনকারী প্রাইভেটকারটি গতিরোধের চেষ্টা করে। সিএনজি অটোরিক্সা থেকে দুর্বৃত্তরা চেয়ারম্যানকে লক্ষ্য করে উপুর্যুপুরি গুলি ছোঁড়ে। গুলির শব্দে এলাকাবাসী জড়ো হয়ে ধাওয়া করলে দুবৃর্ত্তরা সিএনজি অটোরিক্সা (ফেনী-থ-১১-০৩৭৮) রেখে পালিয়ে যায়। এসময় তিনি দৌড়ে পালিয়ে অল্পের জন্য প্রানে বেঁচে যান। খবর পেয়ে ফেনী মডেল থানার পুলিশ ও বোগদাদিয়া পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার ও হত্যা চেষ্টার ঘটনার ক্লু উদ্ঘাটন করতে পারেনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ফেনী মডেল থানার ওসি মো: রাশেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করা হয়। ওই গাড়ি থেকে দুটি মোবাইল ফোন ও বোতল ভর্তি পেট্টল উদ্ধার করা হয়। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
ঘটনার পর তাকে দেখতে মাষ্টারপাড়ার বাসায় যান জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম। খবরটি জানাানি হলে দলীয় নেতাকর্মীরা তার বাসায় ভীড় জমায়।
এদিকে সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুর হোসেন এক বিবৃতিতে করিম উল্লাহ বি.কম এর উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একইসাথে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
একইভাবে সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আবছার আপন ও সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *