কুড়িগ্রামে বাস-কার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত | বাংলারদর্পন

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর উপজেলার রায়পুর আরডিআরএস বাজারে বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ ৪ জন যাত্রী নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছেন। ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নরসিংদীর সমাজসেবা কর্মকর্তা আকবর হোসেন তার পরিবার নিয়ে নিজ বাড়ি কুড়িগ্রামের উলিপুর আসছিলেন। সকালে ওই স্থানে পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকবর হোসেন, তার স্ত্রী ও সন্তানসহ চারজন নিহত হন। প্রাইভেটকারের যাত্রী আকবর ( ৫৬) তার স্ত্রী বিলকিস (৪৬) ছেলে বিল্লাল (২৬)ও ড্রাইভার (অজ্ঞাত) । আহত আকবরের সন্তান জয়নব (৯) ও ড্রাইভারের সহকারী একজন চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্প‌তিবার সকা‌লে কাঁঠালবা‌ড়ি ইউ‌নিয়নের রায়পুর আর‌ডিআরএস বাজার এলাকায় কু‌ড়িগ্রাম-রংপুর মহাসড়‌কে কু‌ড়িগ্রাম থে‌কে ছে‌ড়ে যাওয়া বিআর‌টি‌সি’র এক‌টি বাসের সঙ্গে কুড়িগ্রামগামী এক‌টি প্রাই‌ভেটকা‌রের মুখোমু‌খি সংঘর্ষ হয়। এ‌তে ঘটনাস্থ‌লেই প্রাই‌ভেটকা‌রের ড্রাইভা‌রের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রাই‌ভেটকা‌রের পাঁচ যাত্রী‌কে উদ্ধার ক‌রে কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে নেওয়া হ‌লে কর্তব্যরত চি‌কিৎসক বিল্লাল হো‌সেন না‌মে একজন‌কে প্রথম মৃত ঘোষণা ক‌রেন।

হাসপাতা‌লের কর্তব্যরত চি‌কিৎসক ডা. মে‌হেরুল ইসলাম জানান, হাসপাতা‌লে আনার আ‌গেই বিল্লাল হোসেন ও প্রাই‌ভেটকা‌রের ড্রাইভার মারা যান। প‌রে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আকবর হোসেন ও বিলকিস বেগমের মৃত্যু হয়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চি‌কিৎসার জন্য রংপুর মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে রেফার্ড করা হতে পারে।

আহতের বরাত দি‌য়ে এই চিকিৎসক জানান, প্রাই‌ভেটকা‌রের যাত্রীরা নর‌সিংদী থে‌কে কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউ‌নিয়‌নের বা‌ড়ি‌তে যা‌চ্ছি‌লেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রেদওয়ান ফেরদৌস সজীব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম সদর থানা ওসি তদন্ত আনোয়ারুল ইসলাম দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *