ঢাকায় জঙ্গি সন্দেহে দুই ছেলেকে পুলিশে দিলেন বাবা

 

ঢাকা :

দেশজুড়ে জঙ্গিদের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মধ্যে ঢাকায় জঙ্গি সন্দেহে নিজের দুই ছেলেকে পুলিশ হেফাজতে দিয়েছেন এক বাবা।

এরা হলেন- পূর্ব কাজীপাড়া হাজী আলমগীর হোসেনের ছেলে দ্বীন ইসলাম ওরফে দিনু (২৫) ও সালমান সাজীদ (২২)।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, শনিবার সন্ধ্যা সাড়ে তাদের কাফরুল থানায় সোপর্দ করা হয়।

তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের জঙ্গিবিরোধী কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সন্দেহভাজন জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকায় দুই পুত্রকে থানায় সোপর্দ করেছেন ওই পিতা।”

স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদারের এসময় উপস্থিতি ছিলেন বলে জানান তিনি।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ বলেন, তারা দুজন উগ্র ধর্মীয় মতাদর্শে বিশ্বাসী হয়েছে বলে তাদের বাবা মনে করেন। তাই সন্তানদের স্বাভাবিক জীবনে ফেরাতে পুলিশের শরণাপন্ন হয়েছেন তিনি।

কাফরুল থানার এসআই সুজন কর্মকার বলেন, দুই ভাই থানায় পুলিশের হেফাজতে রয়েছে। তারা কোনো জঙ্গি কর্মকাণ্ডে জড়িত কিনা সেটা নিশ্চিত হওয়ার পর তাদের ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *