রাষ্ট্রপতিকে নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিয়েছে আ.লীগ: কাদের

ঢাকা; রাষ্ট্রপতিকে নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের সময় এই রূপরেখা দেয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে বিএনপি আসবে বলেও আশা জানিয়েছেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সাম্প্রতিক সময়ে সরে এসেছে বিএনপি। দলটির দাবি এখন নির্বাচনকালীন সহায়ক সরকার। নতুন নির্বাচন কমিশন গঠনের পর বিএনপির দেয়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়াতেও আছে সহায়ক সরকারের দাবি। তবে সেই সরকারের ধরন কী হবে তা এখনো পরিষ্কার করেনি বিএনপি।
এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানালেন, রাষ্ট্রপতির কাছে নির্বাচনকালীন সরকারের রূপরেখা দিয়েছেন তারা। নির্বাচনকালীন সরকার কোন নীতিনির্ধারণী সিদ্ধান্ত না নিয়ে কেবল দৈনন্দিন কাজ করবে বলেও জানান তিনি।
বিএনপি গত সংসদ নির্বাচন বর্জন করলেও আগামী নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, নতুন ইসি যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য সহায়তা করবে সরকার।
নির্বাচন বর্জন করে বিএনপি ভুল করেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, দলটি আগামীতে আর এ ধরনের ঝুঁকি নেবে না।
Related News

কমনওয়েলথে অনুপ্রেরণাদায়ী শীর্ষ নারী নেতার অন্যতম শেখ হাসিনা
বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের অনুপ্রেরণাদায়ী শীর্ষ তিন মহিলা নেতার মধ্যে স্থানRead More

যুবদল নেতা মজনুকে গ্রেফতারের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল
ফেনী’ প্রতিনিধি : ফেনী-১ আসনের বিএনপির সমন্বয়ক ও ঢাকা দক্ষিন যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুরRead More