মোঃ সজিব হোসেন :
নোয়াখালীর সোনাইমুড়ির দেওটি ইউনিয়নে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ আগস্ট) ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নিহতের পরিবারের সদস্যরা।
পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, দেওটি গ্রামে ছবর উল্ল্যাহ হাজি বাড়ীর আবু তাহের মানসিক রোগে ভুগছিলেন। তিনি দুটি বিয়ে করেছিলেন। দ্বিতীয় বিয়ে করার পর তার সংসারে নানা ঝামেলা শুরু হয়। জানা যায়, তার ছেলে-মেয়েরা এক সময় তাকে বাড়ী থেকে বের করে দিলে পরে আবার তিনি বাড়ীতে ফিরে আসেন।
আজ ভোর ৩.৩০ মিনিটের দিকে তাজনেহার (৫৫) নামে ওই নারীকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা।
হত্যাকাণ্ডে নিহতের স্বামী আবু তাহেরকে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে আবু তাহের পলাতক আছেন। পুলিশ ঘটনার স্থলে কাজ করছেন। লাশ ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।