আবদুর রহিম, ফেনী’ :
দীর্ঘ একমাস ধরে সংস্কারের পর সম্পুর্ন প্রস্তুত জয়নাল হাজারির ফেনীর বাড়ী মুজিব উদ্যান। বাড়ীর অাঙ্গিনা পরিচ্ছন্ন হয়েছে , সীমানা প্রাচীর রঙিন হয়েছে, ভবনের সকল ফ্লোর ও আসবাপত্র পরিষ্কার করা হয়েছে, বিছানা ও বালিশ প্রস্তুত।
১২বছর পর ফেনীর রাজনীতির এক সময়ের বাতিঘর মুজিব উদ্যানে ফিরবেন জয়নাল হাজারী। এবারের কোরবানির ঈদে বাড়ী আসবেন সাবেক এই সাংসদ। নানান কারনে তিনি আলোচিত ও সমালোচিত।
তার ফেনী’ আসার ব্যাপারে ফেনীর সর্বত্রই আলোচনা হচ্ছে, তিনি আসলে নেতাকর্মীর ভিড় কেমন হতে পারে? প্রতিপক্ষের অবস্থান কি হতে পারে? প্রশাসনের নিয়ন্ত্রন থাকবে কিনা?
বৃহষ্পতিবার রাতে এক লাইভ ভাষনে জয়নাল হাজারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদ উদযাপন করতে বাড়ী যাবো। মুজিব উদ্যানে নেতাকর্মী, সাংবাদিক ও সর্বস্তরের জনগনের সাথে ঈদ আড্ডায় অংশ গ্রহন করবো। স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে।
২০০১ সালে যৌথ বাহিনির অভিযানে ভারতে আত্মগোপনে চলে যান,৮বছর পর ২০০৯ সালে দেশে ফিরেন। কিছু দিন কারাভোগের পর এই বাড়ীতে উঠেছিলেন জয়নাল হাজারী। আভ্যন্থরিন কোন্দলের জেরে দলীয় প্রধানের নির্দেশে দীর্ঘ ১২ বছর ঢাকায় অবস্থান করেন।
গত সম্মেলনে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন। এর পর থেকে দলীয় প্রধান শেখ হাসিনার কাছে বার বার ফেনী’ আসার ব্যাপারে অনুমতি চান। সর্বশেষ এবারের ঈদুল আজহায় বাড়ী ফেরার অনুমতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
| বাংলারদর্পণ