কয়রায় করোনার লাগাম টেনে ধরা যাচ্ছেনা : আক্রান্ত-৩৬ | বাংলারদর্পণ

শেখ সিরাজুদ্দৌলা লিংকন, কয়রা :
কয়রা উপজেলা প্রশাসনের ব্যাপক তৎপরতার মধ্যে দিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্ত রুগির সংখ্যা। সাধারণ মানুষ মানতে চাইছে না সামাজিক দূরত্ব। ক্রমান্বয়ে ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম অঞ্চলে করোনা সংক্রমণ।

গত ২৭ মে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রায় ২ মাসের ব্যবধানে আক্রান্তের সংখ্যা ৩৬ জনে ঠেকেছে। এরমধ্যে স্বাস্থ্য কর্মী,পুলিশ, রাজনৈতিক, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, এনজিও কর্মীসহ দোকানের বিক্রয় প্রতিনিধিরাও রয়েছেন। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে উপজেলায় ২ জনের মৃত্যু ও ১৫ জন সুস্থ্য হয়েছেন।

করোনা পরিস্থিতি পর্যায়ক্রমে চরম অবনতির দিকে এগিয়ে গেলেও মারাত্বক ভাবে হ্রাস পেয়েছে জনসচেতনতা। স্বাস্থ্য বিভাগ সহ প্রশাসনিক তৎপরতা থাকলেও করোনা আক্রান্ত রুগিসহ তার পরিবারের সদস্যরা ঘুরছে হাটে বাজারে।

এছাড়া উপজেলার ব্যস্ততম বানিজ্যিক কেন্দ্র কয়রা সদরের দেওলিয়া বাজারের মাছের আড়ৎ ও কয়রা বালিকা বিদ্যালয়ের সামনে কাচা মালের আড়ৎ এবং প্রত্যন্ত এলাকার হাট-বাজারগুলোতে ভেঙ্গে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা।

স্বাস্থ্য বিধি না মেনে বিভিন্ন ব্যাবসায়িরা দোকান খোলা রাখছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন হাট বাজারে লিপলেট, মাক্স ও মাইকিং করলেও কোন ভাবেই সচেতন হচ্ছে না সাধারণ মানুষ। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিধি মেনে চলতে ব্যস্ততম এলাকা বিশেষ করে হাট-বাজারগুলোতে প্রশাসনিক মনিটরিং ও উপজেলা প্রশাসনের তত্তাবধানে করোনা ভাইরাসের প্রথম দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে ও আকষ্মিক মাঠ পর্যায়ে হারিয়ে গেছে কিছুটা তৎপরতা।

এতে করে হাট-বাজারের সকল প্রকারের দোকান-পাট খোলা রাখার পাশাপাশি চায়ের দোকানগুলিতে সকাল থেকে মধ্যরাত অবধি উপচে পড়া ভীঁড় ভয়াবহ করোনা পরিস্থিতিকে নতুন ভাবে উস্কে দিচ্ছে। এমতো অবস্থায় সচেতন মহল চেয়ে আছে উপজেলা প্রশাসনের দিকে।

তবে সদ্য যোগদানকৃত কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেশ বিশ্বাস যোগদানের পর থেকে তিনি নিজেই উপজেলার বিভিন্ন বাজারে জনসচেতনতা বাড়াতে লিপলেট ও মাক্স বিতরণ করেন। এবং তিনি বলেন করোনা আক্রান্ত রুগির বাড়ির এলাকা লগডাউন করা হয়েছে। এবং তাদের কে চিকিৎসা সেবা ও সব ধরনের সহোযোগিতা করা হবে বলে আশ্বাস দেন।
– বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *