কয়রায় উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানোর অভিযোগ

শেখ সিরাজুদ্দৌলা লিংকন, কয়রা :
খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগকে বিতর্কিত করতে একটি মহল ষড়যন্ত্র ও
অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে উপজেলা কমিটির নেতারা।
তারা বলেছেন, ২০১৯ সালের ২৪জুন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ৫ সদস্যের
উপজেলা কমিটি ঘোষণার পর থেকে এ ষড়যন্ত্র চলছে। সর্বশেষ সংগঠনের
উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আমিনুল হক বাদল জড়িতে অপ্রচার চলছে।
এর বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

আজ রবিবার দুপুরে কয়রা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা
হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপজেলা সভাপতি মো. শরিফুল
ইসলাম টিংকু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের বিরোধীকারী ব্যক্তিদের প্ররোচনায় সম্প্রতি এক মেয়ে আমিনুল হকের বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা অভিযোগ করেন। কিন্তু আমিনুল ওই মেয়েকে চিনতেনই না বা এমন কোন ঘটনা ঘটেনি। ছাত্রলীগকে বিতর্কিত করার জন্য এসব কর্মকান্ড চালানো হচ্ছে।

অভিযোগে যে সময়ের কথা বলা হয়েছে, তখন আমিনুল সহ ছাত্রলীগ নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উপস্থিত ছিলেন। এসব কর্মকান্ড শুধু নেতা নয়, সংগঠনের ভাবমূর্তিও ক্ষুন্ন করছে। ছাত্রলীগ নেতারা এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে সংগঠনটির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *