কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে মাছ ধরতে গিয়ে বন্যার জলে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল রবিবার বিকেল ৩ টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কামার পাড়া গ্রামে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়াবুড়ী বাজারের নিকটে অস্থায়ী বসবাসরত মুচি সম্প্রদায়ের মনি লালের পুত্র গোবিন্দ (১২) রবিবার বিকেলে বন্যার জলে মাছ ধরতে গিয়ে জলে ডুবে ঘটনাস্থলেই নিহত হয়।
পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর শিশুটির মৃত্যু দেহ বাজারের পাশের ডোবা থেকে উদ্ধার করে।
বাংলারদর্পন