রাজারহাটে ভীমশর্মা প্রিমিয়ার লীগ’র শুভ উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি :
শনিবার, দুপুর ২টায় ভীমশর্মা প্রিমিয়ার লীগ/২০২১ইং এর শুভ সূচনা। সর্বমোট ১৬টি দল নিয়ে পঞ্চম আশরে ভীমশর্মা প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হচ্ছে ।

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ভীমশর্মা মৌজায় প্রতিবারের ন্যায় এবারো জমকালো আয়োজনের মধ্যদিয়ে প্রিমিয়ার লীগের পর্দা উঠলো।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল করিম, জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, কুড়িগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাঈদ হাসান (লোবান), সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা কুড়িগ্রাম।

মো: গোলাম ফেরদৌস আরডিসি কুড়িগ্রাম, উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম রাজারহাট, অধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল , উলিপুর সরকারী কলেজ কুড়িগ্রাম, ভুমি কমিশনার আকলিমা বেগম, আতাউর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক কুড়িগ্রাম প্রেসক্লাব, অজয় কুমার সরকার সভাপতি

আওয়ামীযুবলীগ চাকির পশার ইউনিয়ন শাখা, মো: রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক রাজারহাট মডেল প্রেসক্লাব, কুমার বিশ্বজিত বর্মণ ফাউন্ডার চেয়ারম্যান আশার আলো পাঠশালা কুড়িগ্রাম। উক্ত খেলাটির সভাপতিত্ব করেন শ্রী রবীন্দ্র নাথ কর্মকার, চেয়ারম্যান ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়িন পরিষদ।

ভীমশর্মা প্রিমিয়ার লীগের সাধারণ সম্পাদক শরত চন্দ্র রায়ের ব্যবস্থাপনায় উদ্বোধনী খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন ম্যড ম্যাক্স ক্রিকেট এলিভেন একাদশ বনাম জুয়েল ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব থেতরাই উলিপুর।
টসে জয়লাভ করে ম্যাডম্যাক্স একাদশ ৫ উইকেট হারিয়ে ১০ ওভারে ৮১ রানের টার্গেট দেন জুয়েল ল্যাংগুয়েজ ক্লাবকে ।

১০ ওভারের ৭ উইকেট হারিয়ে মাত্র ৭৯ রান করে হেরে যায় জুয়েল ল্যাংগুয়েজ ক্লাব থেতরাই। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ম্যাডম্যাক্সের রাব্বি। খেলাটি পরিচালনা করেন- মো: মনিরুল ইসলাম বাদল এবং মোহাম্মদ সেলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *