কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২১ জুলাই মঙ্গলবার দুপুর ১ টায় বন্যা দুর্গতদের
মাঝে জরুরী ত্রাণ সহায়তা প্রদান করে বেসরকারি সংস্থা ইএসডিও। সংস্থাটির
এসএফএসআরএম প্রকল্পের আওতায় ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রাণ
প্রদান করা হয়।
ফুলবাড়ী সদর ইউনিয়নের ৭৪ জন, বড়ভিটা ইউনিয়নের ৮০ জন ও শিমুলবাড়ী ইউনিয়নের ৮৩ জন বন্যা দূর্গত প্রান্তিক জনগোষ্ঠির মাঝে নগদ ৩ হাজার টাকা, ফাস্ট এইড কিট ও হাইজিন কিট বক্স প্রদান করা হয়। হাইজিন কিট বক্সের মধ্যে ছিল বালতি, মগ, সাবান, ডিটারজেন্ট, মাস্ক ও স্যানিটারী কাপড়।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, ইএসডিও-র সিনিয়র কো-অর্ডিনেটর নির্মল মজুমদার, একটিভিটি গ্রাম
আদালতের কুড়িগ্রাম জেলা কো-অর্ডিনেটর আবুবকর সিদ্দিক প্রমূখ।
ইএসডিও এর বাস্তবায়নে ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করে স্টার্ট ফান্ড এবং
ইউকেএইড। বাংলারদর্পন