ফেনী প্রতিনিধি :
ছোট ফেনী নদীর ভাঙ্গনে যে কোন সময় বন্ধ হতে পারে ফেনী-সোনাইমুড়ী সড়কে যান চলাচল ও বিচ্ছিন্ন হতে পারে গ্যাস সংযোগ। ভাঙ্গন কবলিত এলাকায় দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের বক্তারপুর আমিন বাড়ী সংলগ্ন এলাকায় গিয়ে দেখা গেছে নদী ভাঙ্গনের ফলে হুমকির মুখে ফেনী সোনাইমুড়ী সড়ক।
এই সড়কটি যেকোনো মুহূর্তে তীব্র ভাঙ্গনের ফলে বিলীন হতে পারে নদী গর্ভে। ফলে বন্ধ হয়ে যেতে পারে ফেনীর পশ্চিমাঞ্চলের সাথে সড়ক যোগাযোগ ও গ্যাস সংযোগ। স্থানীয় এলাকাবাসীরা জানান, গত কয়েকদিনের তীব্র বৃষ্টির ফলে ছোট ফেনী নদীর পানি প্রবাহ বেড়ে যাওয়ায় এই স্থানটিতে ভাঙ্গনের দেখা দিয়েছে।
ইতিমধ্যে আরো বেশ কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। এরিই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী আক্তার হোসেন ও সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সোহাগ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
মোহাম্মদ সোহাগ জানান,ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে আমরা দেখে এসে ছি। তিনি আরো জানান,আগামী কাল নদীর ওই অংশে ভাঙ্গন রোধে কাজ শুরু করা হবে।
আমজাদুর রহমান রুবেল। বাংলারদর্পন।