করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ঈদ পর্যন্ত ফেনী’ শহরের বিপনিবিতান বন্ধ থাকবে

প্রতিবেদকঃ

ফেনীতে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন শহর ব্যবসায়ী সমিতি। শনিবার (০৯ মে)সমিতি এক জরুরী সভায এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির আওতাধীন ১৮টি সংগঠনে নেতৃবৃন্দ ও ফেনী চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ।

ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী বিষয়টি নিশ্চিত করে জানান, ফেনী শহর ব্যবসায়ী সমিতি ও ফেনী চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন আগে জীবন, পরে জীবিকা। ঈদের পরে সরকারের সিদ্ধান্ত মোতাবেক ব্যবসায়ী সমিতি প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করবেন। যারা নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

সভায় ফেনী শহরের তিনটি শপিং মলের মালিক ছাড়া বাকী সকলেই উপস্থিত ছিলেন। তবে কাঁচা বাজার, মুদি দোকান, ঔষধ দোকান ও জরুরী স্বাস্থ্য সেবা খোলা থাকবে। এই সময় বক্তব্য রাখেন ফেনী চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রব কাইজারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *