রাজবাড়ী সাব রেজিষ্ট্রি অফিসের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি’ | বাংলারদর্পণ

রাজবাড়ী প্রতিনিধি :

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সদর সাব-রেজিষ্ট্রি অফিস রাজবাড়ী, বৃক্ষরোপন কর্মসূচি’ গ্রহন করেছে।

 

২৩জুলাই রাজবাড়ী  সদর সাব-রেজিষ্ট্রার মোঃ রেজাউল করিম বকশি এর নেতৃত্বে, ঢাকা কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন শ্রীপুর (সার্কিট হাউজ এর সামনে) নির্মানাধীন ভবন চত্বরে বৃক্ষোরোপন করে এ কর্মসুচি উদ্বোধন করা হয়।

এ সময় রাজবাড়ী জেলা রেজিষ্ট্রার গোলাম মাহবুব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

করোনা উদ্ভুত পরিস্থিতি তুলে ধরে সাব রেজিষ্ট্রার রেজাউল করিম বকশি বলেন, সারা পৃথিবীতে কোরনা মহামারি মহাদুর্যোগ হিসাবে এসেছে। এটি মোকাবেলায় সচেতনতা ছারা এখন পর্যন্ত কোন প্রতিষেধক নাই।

 

কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুরদর্শিতা,অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে নানান কর্মসুচি গ্রহন করে অত্যান্ত সফল ভাবে এ সংকট মোকাবেলা করে যাচ্ছেন। এর ফলে বাংলাদেশ তুলনা মুলক ভাবে অনেক ভালো অবস্থানে আছে। 

 

 

বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে এই সমস্যা দ্রুত পরিবর্তন হচ্ছে না। সেই জন্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বাংলাদেশকে সবুজ শ্যামল বাংলাদেশ হিসেবে ধরে রাখতে হলে বেশি বেশি গাছ লাগনোর কোন বিকল্প নেই।

বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *