দাগনভূঞায় ৩ ছিনতাইকারী আটক : মালামাল উদ্ধার | বাংলারদর্পণ

ফেনী প্রতিনিধি ::

ফেনীর দাগনভূঞায়  ছিনতাইকৃত মালামালসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকেরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

ধৃতরা হলেন, ইয়াছিন  বাবু (২১), মোঃ মহিন উদ্দিন বাদশা (১৯) ও  তৌহিদুল ইসলাম শিপন (২১)।

 

দাগনভূঁঞা থানার ওসি আসলাম সিকদা জানান, ধৃতদের    কাছ থেকে ছিনতাই যাওয়া ২টি মোবাইল ফোন ও নগদ ৩,০২০/-টাকা উদ্ধার ও ছিনতাইকালে ব্যবহৃত ১টি চাকু, ১টি মোবাইল ফোন ও ১টি সিএনজি জব্দ করা হয়।

 

এঘটনায়  দ্রুত বিচার আইনের মামলা দায়ের করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *