জম্বি চরিত্রে ড্রিউ ব্যারিমোর!

বাংলার দর্পন ডেস্ক:-

নেটফ্লিক্স-এর নতুন একটি সিরিজে মানুষখেকো এক জম্বি চরিত্রে দেখা যাবে হলিউড অভিনেত্রী ড্রিউ ব্যারিমোরকে!
কখনো রহস্যময়ী ও আকর্ষণীয়া নারী আবার কখনো নেহাতই এক সাদাসিধে মিষ্টি মেয়ে- এতদিন এমন সব চরিত্রেই ড্রিউ ব্যারিমোরকে দেখে এসেছেন সবাই। এবার এক নতুন সিরিজে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রেই দেখা যাবে ‘চার্লিস অ্যাঞ্জেলস’ খ্যাত এই অভিনেত্রীকে।
‘সান্টা ক্ল্যারিটা ডায়েট’ নামের এ সিরিজে মানুষখেকো নারী চরিত্রে অভিনয় প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, “আসলে এমন একটি সময়ে আমি এ সিরিজটির জন্য প্রস্তাব পাই যখন ব্যক্তিগত জীবন নিয়ে আমি বেশ ভুগছিলাম। স্বামীর সঙ্গে আমার বিচ্ছেদের কথা চলছিলো আর এ সব থেকে বেরিয়ে আসতে চাইছিলাম আমি। তাই আমার মনে হয়েছে ‘সান্টা ক্ল্যারিটা ডায়েট’-এর মাধ্যমে আমি হয়ত আনন্দময় কিছু সময় কাটাতে যাচ্ছি!”
সিরিজটির নির্মাতা ভিক্টর ফ্রেসকো বলেন, “এ সিরিজটির জন্য আমার এমন একজনকে প্রয়োজন ছিলো যে মানুষখেকো চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পারবে। কারণ এটি এমন একটি চরিত্র যাতে সামান্য একটু এদিক ওদিক হলেই দর্শকের বিশ্বাসযোগ্যতা হারানোর ভয় থাকে। ড্রিউ একজন সুঅভিনেত্রী। অত্যন্ত দক্ষতার সঙ্গেই তিনি মানুষখেকো জম্বি ‘শেইলা’র চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন।”
মার্কিন এই হরর-কমেডির গল্প গড়ে উঠেছে জোয়েল এবং শেইলা নোমের এক দম্পতিকে ঘিরে, যাদের জীবন এক অদ্ভূত দিকে মোড় নেয় শেইলা মৃত্যুর পর জম্বিতে পরিণত হলে।
৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে ‘সান্টা ক্ল্যারিটা ডায়েট’-এর প্রথম কিস্তি। শিগগিরি আসছে এ সিরিজটির দ্বিতীয় কিস্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *