চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া পূর্ববড় ভেওলায় বসত বাড়িতে অগ্নিকান্ডে নগত টাকা ও আসবাবপত্র পুড়ে গেছে। বাড়ির পুরোনো সিন্ধুকে রক্ষিত জায় জমির দলিলসহ ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাযায়।
গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পূর্ববড় ভেওলা ৯ নং ওয়ার্ডের নয়া পাড়া গ্রামের মৃত. ছিদ্দিক আহমদের পুত্র বেলালের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সূত্রে জানাযায়, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আকষ্মিকভাবে আগুনের সূত্রপাত হলে তা মুহূর্তে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে রান্না ঘর এবং টিনশেড সেমি পাকা বসত বাড়িটি পুরোপুরি ভষ্মিভূত হয়ে যায় ।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বেলাল উদ্দিন বলেন, প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে বাড়ির সদস্যরা সবাই ঘুমিয়ে পড়লে রাত আনুমানিক ২টার দিকে ঘুমের ঘোরে অচেতন অবস্থায় রান্নাঘরে বিকট শব্দ হয়। ততক্ষনে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তাদের চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় বসত বাড়িটি।
বেলাল উদ্দিন আরো জানায়, আগুনে পুড়েযায় সদ্য বিবাহিত দুই ভাইয়ের মূল্যবাস আসবাব পত্র সহ বাড়ির পুরোনো সিন্ধুকে রক্ষিত জায়গা জমির দলিল, নগত ৮৪ হাজার টাকা এবং পরিবারের অন্যন্য সদস্যদের জাতীয় পরিচয়পত্র বা আইডি কার্ড সহ গৃহাস্থলি মূল্যবান জিনিসপত্র গুলি।
এই অগ্নিকান্ডে নগত টাকা ও বাড়ির যাবতীয় আসবাব পত্রসহ মূল্যবান জিনিস সমুহ পুড়ে ছাই গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষটাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলালের সেমিপাকা বাড়িটি ভষ্মিভূত হলেও স্থানীয়দের প্রাণপন চেষ্টায় ঘন বসতিপূর্ন প্রতিবেশিদের অন্যান্য বসতবাড়ি গুলো বড় ধরনের অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।