করোনা মোকাবেলায় চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাশে দাঁড়ালো চট্রগ্রামস্থ নোয়াখালী সমিতি

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী :
“সবাই মিলে ঐক্য গড়ি, করোনা নির্মূল করি”- এই শ্লোগানে রেখে করোনা মোকাবেলায় নোয়াখালী সমিতি,চট্টগ্রাম-এর পক্ষ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট পিপিই ও মাস্ক হস্তান্তর হয়।

রোববার (১৯ জুলাই)নোয়াখালী সমিতি,চট্টগ্রাম এর পক্ষ থেকে সমিতির সভাপতি জনাব মোঃ মোজাহারুল হক মনসুর,সিআইপি এর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের করোনা মোকাবেলায় করোনা যোদ্ধাদের ব্যবহারের জন্য উপহার হিসেবে পুলিশ কমিশনার মোঃ মাহবুবুর রহমান,বিপিএম, পিপিএম মহোদয়ের নিকট ১০০পিস পিপিই এবং ৫হাজার পিস মাস্ক হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (সদর) আমীর জাফর এবং নোয়াখালী সমিতি,চট্টগ্রাম এর সহ-সভাপতি মোঃ ইব্রাহীম, সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি আবু জাফর মোঃ ওমর ফারুক, যুগ্ম সাধারন সম্পাদক সুলতান আহমদ ভূঁইয়া,কার্যকরী কমিটির সদস্য মোঃ আবু জাফর সালেহ্, মোঃ আবদুল হান্নান ও জসিম উল ইসলাম কিশোর।

পুলিশ কমিশনার মহোদয় নোয়াখালী সমিতি,চট্টগ্রাম এর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং নোয়াখালী সমিতির নেতৃবৃন্দও করোনা সহ যে কোন দূর্যোগ মোকাবেলায় পুলিশ বাহিনীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *