ফেনী’ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মহদিয়া গ্রামে ছেলে মেয়ের পাশবিক নির্যাতনের শিকার হলেন সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ।
সোমবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন যুবলীগ নেতা মহি উদ্দিন মহিম।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ উৎপল দাস বাংলারদর্পনকে বলেন,বৃদ্ধের বাম পায়ের দুটি হাড় ভেঙে গেছে।
সোনাগাজী থানার ওসি সাজেদুল ইসলাম বাংলারদর্পনকে বলেন, প্রাথমিক ভাবে হামলার কারন জানা যায়নি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।