ফেনী প্রতিনিধি >>>
ফেনীর নবীন সংবাদকর্মীদের উদ্যোগে এবার আত্মপ্রকাশ করেছে ‘ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটি’ ।
শনিবার (১৮জুলাই ২০২০) বিকেল ৫টায় ফেনীর ফাইভ স্টার রেস্টুরেন্টে এক সভায় উপস্থিত সংবাদকর্মীদের সম্মতিক্রমে ২৯ সদস্যের কার্যকরি কমিটি গঠিত হয়।
গঠিত কমিটি নিম্মরুপ, সভাপতি এইচ এম মাসুম বিল্লাহ ভূঁইয়া (বিচিত্র খবর), সহ সভাপতি এস আলম সবুজ (ফেনীর সমসাময়িক), জহিরুল আলম খাঁন সজিব (প্রত্যহ নিউজ) ও গাজী মাসুদ রানা (চ্যানেল বি২৪, এটিভি নিউজ)।
সাধারন সম্পাদক শাকিল শাহরিয়ার (সমসাময়িক প্রতিদিন), যুগ্ম সাধারন সম্পাদক সালাহ্ উদ্দিন (দৈনিক খবরপত্র /ফেনীর কন্ঠস্বর) ও জসিম উদ্দিন ফরাজী (দৈনিক ডেসটিনি/আলোকিত সময় ২৪ ডটকম)।
সাংগঠনিক সম্পাদক শরিয়ত উল্যাহ রিপাত (ডেইলী ফেনী), এনায়েত উল্যাহ সোহেল, (মুক্তির একাত্তর টোয়েন্টিফোর ডটকম) ও শহিদুল ইসলাম তোতা মিয়া (জনপ্রিয়)।
কোষাধ্যক্ষ সুমন চন্দ্র ঘোষ (এনএনিউজ/জনতার দলিল), দপ্তর সম্পাদক মিরাজ উদ্দিন (বাংলার দর্পন), সাহিত্য ও সাংস্কৃতিক সাখাওয়াত হোসেন সুমন (দৈনিক আলোকিত দেশ/দৈনিক গন মুক্তি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবিদ (ফেনী নিউজ টুয়েন্টি ফোর), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজিব চন্দ্র দাস (দৈনিক আমার সংবাদ/ দৈনিক ডেসটিনি), আপ্যায়ন সম্পাদক জুলফিকার আলম (,দৈনিক স্বদেশ বিচিত্রা ও দাগনভূঞা নিউজ ২৪ ডটকম)।
কার্যকরি সদস্য মনোনিত হয়েছেন, এম শরিফ ভূঁইয়া (আজকের সময়),শহিদুল ইসলাম (প্রথম বাণী),ফারুক সবুজ (সবুজ বার্তা), মোঃ শহিদুল ইসলাম চৌধুরী (সমসাময়িক), দেলোয়ার হোসেন ঝন্টু ( ফেনীর ডাক/বাংলারদর্পন), হাবিবুল আলম জুয়েল (আমাদের বার্তা),যতীন্দ্র সুত্রধর (দৈনিক নওরোজ ও ভিন্নবার্তা), মোঃ আফতাব, (আজকের ফেনী নিউজ ডটকম ও দৈনিক নয়া পয়গাম), এ.জেড. কামরুল হক (আমার সংবাদ/ নিইজফেনী২৪.কম), এড. মোহাম্মদ সারিদ (ফেনী নিউজ টুয়েন্টি ফোর), রেজাউল হক হেলাল (আলোকিত বার্তা), মোঃ আবদুল্লাহ (আজকের সময়) ও ইসমাইল উদ্দিন হাজারী (বিচিত্র খবর) ।
একই সাথে উক্ত কমিটির সাংগঠনিক কার্যক্রম সুচারুরুপে সম্পাদনের লক্ষে তিন সদস্যদের উপদেষ্টা পরিষদ ও ৫টি উপ কমিটি গঠন করা হয়েছে।
নব গঠিত ফেনী অনলাইন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ফেনীতে কর্মরত সকল সিনিয়র সাংবাদিক এবং সকল সাংবাদিক সংগঠনের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
বাংলারদর্পণ।