অা’লীগ নেতা সাহেদ রেজা শিমুল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

 

ফেনী প্রতিনিধি :

ফেনীর কৃতি সন্তান, জেলা অা’লীগের অন্যতম নেতা একেএম সাহেদ রেজা শিমুল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের ভোটে তিনি নির্বাচিত হন।

এর আগে তিনি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ছাড়াও নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া শিমুল ২০১৭-২০১৯ বর্ষে এফিবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হন। পাশাপাশি তিনি ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি, ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজধানীর স্বনামধন্য প্রতিষ্ঠান রেজা গ্রুপের কর্ণধার সাহেদ রেজা শিমুল তার নিজ গ্রাম ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের রাজনগরে প্রতিষ্ঠা করেছেন ‘নুরুল রওনক ডায়াবেটিস স্বাস্থ্য সেবা উপকেন্দ্র’। তিনি ধলিয়া উচ্চ বিদ্যালয় ও বাগেরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *