মোঃ মিরাজ উদ্দিন:
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়নের পূর্ব ঘোপাল একতা সংসদের উদ্যোগে সামাজিক বনায়ন সৃষ্টির লক্ষ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবদুর রোপ ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালি ডিগ্রী কলেজের প্রভাষক আহাম্মদ হোসেন ভূইয়া, বৃহত্তর নোয়াখালি নাবিক কল্যান সমিতির সাধারন সম্পাদক শ্যামল কান্তি দত্ত, শহীদ আলি হোসেন সৃতি সংসদের সভাপতি সাজিদুল আলম ভূইয়া ,চাঁদগাজী কলেজের প্রভাষক মোর্শেদ হোসেন,উপদেষ্টা মোকছোদ আহম্মদ পাটোয়ারী, ইউনাইটেড ট্রাস্ট এর ফেনী জেলা কোঅর্ডিনেটর ফয়সাল ভুঞা, ক্লাব সভাপতি মোশাররফ হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন শিমুল মেম্বার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ বল্লভপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী, সঞ্চালনা করেন কার্যকরী কমিটির সদস্য জহিরুল ইসলাম শাকিল।এই সময় এলাকাবাসীর মাঝে ৬৫০টি গাছের চারা বিতরন করা হয়।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ পূর্ব ঘোপাল মুহুরী পুকুর পাড় নুরানি তালিমুল কোরআান হাফেজিয়া মাদ্রাসা মাঠে কয়েকটি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্ভোধন করেন।