সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার সোনালি ব্যাংক থেকে মৃত ব্যাক্তির বয়স্কভাতার টাকা উত্তোলন করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ওই মৃত ব্যাক্তির স্ত্রী বাদী হয়ে সোনাগাজী উপজেলা সমাজসেবা কার্যালয়ে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা রফিক আহমদ (৭০) সরকারের বয়স্কভাতাভোগি ছিলেন।
গত ১৪ নভেম্বর বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান। মৃত্যুর সময় ভাতার বইটি ইউনিয়ন পরিষদে ছিল। ওই বই ব্যবহার করে রফিক আহমদকে অসুস্থ্য দেখিয়ে গত ১৫জুন সোনালি ব্যাংক সোনাগাজী শাখা থেকে সাড়ে ৪হাজার টাকা উত্তোলন করেন জনৈক পেয়ারা বেগম। সে একই ইউনিয়নের আহম্মদপুর গ্রামের করিমুল হকের স্ত্রী।
এ ঘটনা জানাজানি হলে বৃহষ্পতিবার সম্প্রতি সোনাগাজী উপজেলা সমাজসেবা কার্যালয়ে লিখিত অভিযোগ দেন রফিকের স্ত্রী রোসনারা বেগম।
তিনি জানান, পেয়ারা বেগম একজন চিহ্নিত প্রতারক। সে স্থানীয় মেম্বার ও ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগসাজশে এ কাজ করেছে।
সোনাগাজী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে পেয়েরা বেগমের কাছ থেকে রফিকের বইসহ আরো কয়েকটি ভাতার বই উদ্ধার করা হয়েছে। তার প্রতারনার বিষয়ে তদন্ত করে অতি দ্রুত আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।