গ্যালারিতে বসে খেলা দেখল গুইসাপ

ক্রিড়া ডেস্ক বাংলার দর্পন-  দর্শকঠাসা স্টেডিয়ামে যখন লড়াইতে ব্যস্ত খেলোয়াড়রা, তখনই গ্যালারিতে সুরসুর করে উঠে নিজের জন্য সবচেয়ে পছন্দের একটা আসনে বসে খেলা দেখতে লাগল গুইসাপটি! ভাবছেন নিছক রসিকতা? না, ষোলআনাই সত্যি।
আমেরিকার মায়ামি টেনিস সেন্টারের ১ নম্বর কোর্টে যখন টমি হাস ও জিরি ভ্যাসলির মধ্য তুমুল লড়াই জমে উঠেছে। কোর্টের উত্তাপ বাড়ছে। দর্শকরা বেশ হৈ হুল্লোড় করছেন। এমন সময় চারদিকে ফিসফাস, ‘ওটা কী?’
নজর দিতেই মিলল, গুইসাপের দেখা। বেসলাইনের পেছনে রাখা ইলেকট্রনিক স্কোরবোর্ডের ওপর উঠে গা এলিয়ে শুয়ে কোর্টের খেলায় চোখ দিচ্ছে। ততক্ষণে সবার নজরে পড়ল।
আম্পায়ার অনেকটা মজা করে মাইকে ঘোষণার মতো করে বলে দিলেন, ‘ইটস আ বিগ ওয়ান’। গুইসাপটিকে স্টেডিয়ামের বাইরে বের করতে গিয়ে খানিকটা বিপাকেই পড়ে আয়োজকরা।
শুরুতে কিছুতেই জায়গা ছাড়তে রাজি ছিল না গুইসাপটি। একপর্যায়ে অনেকটা জোর করেই বের করে দেয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *