সমঝোতা ভাঙলে কঠিন বিপদে পরবে ভারত : চীনের হুশিয়ারী

প্রতিবেদক:
গালওয়ান সীমান্ত ও পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা সরানো্র বিষয়ে কার্যকারী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে চীন৷ তারা জানায়, এখন পরিস্থিতি অনেক বেশি স্থিতিশীল ও ভাল মনে হচ্ছে ৷

 

চিনের বিবৃতি অনুযায়ী যে যে জায়গায় উত্তেজনা তৈরি হওয়া সম্ভব সেই সেই জায়গায় দ্রুত দু’ পক্ষের ঐক্যমতে সেনা সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে৷ এদিকে সেনা সরানোর কাজ চললেও চিনের সরকারি সংবাদমাধ্যম বারবার ভারতকে সাবধান করছে, এলএসি থেকে দূরে যেতে এবং সমঝোতা না ভাঙতে ৷

 

চিনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে পূর্ব লাদাখের হট স্প্রিং থেকে সব অস্থায়ী বেস চিন সরিয়ে দিয়েছে ৷ পাশাপাশি সেই এলাকা থেকে সমস্ত সেনাও সরিয়ে নিয়েছে তারা৷ এদিকে চিনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, গালওয়ানে হওয়া সমঝোতা ভারতীয় সেনাকে সম্মানের সঙ্গে মেনে চলতে হবে ৷ আর তারা এও বলেছে ভারত যদি সেটা না মানে তাহলে ফল খুব খারাপ হবে ৷

 

চিনের সরকারি সংবাদপত্রের সম্পাদকীয়তে বলা হয়েছে , গালওয়ানে ভারত-চিন সংঘর্ষের জন্য ভারতীয় সেনাই দায়ী ৷ তারা উপদেশ দিয়েছে ভারতীয় সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যদি সমঝোতা বজায় রাখে তাহলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই কম হয়ে যাবে। – বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *