কোম্পানীগঞ্জে সমবায় সমিতি অফিসে ডাকাতির চেষ্টা, সমিতির সহসভাপতি আটক

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড অফিসে ডাকাতির চেষ্টার অভিযোগে পুলিশ সমিতির সহ-সভাপতি ইমাম হোসেন জিকুকে (২৭) গ্রেফতার করেছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ২ টার সময় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে, শুক্রবার দিনগত রাতে পুলিশ তাকে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হাসপাতাল গেইটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি জিকু ও সমিতির আরেক সদস্যসহ ৫জন গত (৩জুলাই) রাত পৌনে ৯টার দিকে ১টি গ্যাস সিলিন্ডার ও ডাকাতির অন্যান্য সরঞ্জামসহ একটি সিএনজি যোগে তারা সমিতিতে ডাকাতির চেষ্টা করে।

কিন্তু ওই সময় সমিতির নৈশ প্রহরীর বাধার মুখে তারা নৈশ প্রহরীকে আঘাত করলে তার শৌর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাত দলের সদস্যরা সিএনজি রেখে পালিয়ে যায়।

পরে নৈশপ্রহরীর ভাষ্যমতে, ঘটনার ৬দিন পরে সমিতির সহ-সভাপতি জিকুকে পুলিশ আটক করলে, জিজ্ঞাসাবাদে সে সমিতি ডাকাতির চেষ্টার সাথে তারা ৫জন জড়িত থাকার কথা শিকার করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা এ ঘটনা ঘটিয়েছে বলে নিশ্চিত করে জিকু।
বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *