ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে একটি এলজি ও ২ রাউন্ড গুলিসহ ডাকাত দলের সদস্য শামসুল হক শামসু (২৮) কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। সে উপজেলার বিষ্ণুপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বাংলারদর্পনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টায় বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। তিনি আরো বলেন অস্ত্র আইনে মামলা রুজু করে বৃহষ্পতিবার সকালে ফেনী’ আদালতে পাঠানো হবে। বাংলারদর্পন