চট্টগ্রামে হত্যা মামলার আসামী বন্দুকযুদ্ধে নিহত | বাংলারদর্পন

প্রতিবেদকঃ
সিএমপি’র ডবলমুরিং মডেল থানার অভিযানে একাধিক ডাকাতি চাঁদাবাজি ও খুনের আসামী বন্দুক যুদ্ধে নিহত হয়েছে ।

জানা যায় গতরাতে ডবলমুরিং মডেল থানা পুলিশ কর্তৃক ডবলমুরিং মডেল থানাধীন পাহাড়তলী ঝর্ণাপাড়া জোড় ডেবার পূর্ব পাড়ে শিশু হত্যা মামলার আসামী, তালিকাভুক্ত সন্ত্রাসী, একাধিক খুনসহ অস্ত্র, ছিনতাই মামলার আসামী মোঃ জসিম উদ্দিন রাজু(৩২) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ।

এসময় সিএমপির পশ্চিম বিভাগের এডিসি (পশ্চিম) ও ডবলমুরিং থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হয় । ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি, শিশু হত্যার কাজে ব্যবহৃত অত্যাধুনিক ফোল্ডিং টিপ ছোরা ও ৮৭৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন এইসব ডাকাতদের কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারেনি। তার মতো আরো ডাকাতদের ক্রস ফায়ারের আওতায় আনলে জনমনে স্বস্তি ফিরে আসবে।

যে শিশুটিকে হত্যা করা হয়েছে তার পরিবার বলেন,এসব ডাকাতদের উচিৎ বিচার হয়েছে। আর যেন কোন মায়ের বুক খালি না হয়। সে জন্য আইনি ব্যবস্থা নেয়াও জরুরী। তারা ডবলমুরিং মডেল থানার সকল পুলিশের জন্য নামাজ পড়ে দোয়া করছেন। পরিশেষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *