পরশুরাম হাসপাতালে করোনা ইউনিট আইসোলেশন ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম উদ্বোধন

আবু ইউসুফ মিন্টু :
ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন ওয়ার্ডের করোনা আক্রান্ত রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াছমিন আকতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহামেদ চৌধুরী সাজেল, ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আবদুল খালেক।

সালেহ উদ্দিন হোসনে আরা ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় ফোনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পরিবারের অর্থায়নে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ও করোনা ইউনিট স্থাপনের উদ্যোগ নেয়া হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: নুরুজ্জামান ভুট্টু, ফেনী জেলা পরিষদ সদস্য এম সফিকুল হোসেন মহিম, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার ইন্দ্রোজিত ঘোষ কাউন্সিলর রাসুল আহামেদ মজুমদার স্বপন, এনামুল হক এনাম, নিজাম উদ্দিন সুমন, আবদুল মান্নান লিটন, ছাত্রলীগ নেতা আবদুল আহাদ চৌধুরী।

উল্লেখ্য; সালেহ উদ্দিন হোসনে আরা ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় এর আগে ফেনী ডায়াবেটিক হাসপাতালে আইসিও, ফেনী সদর হাসপাতালে হাইফ্লো অক্সিজেন, টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালু করেন।

উদ্বোধন শেষে আলাউদ্দিন চৌধুরী নাসিম এর পিতা সালেহ উদ্দিন আহামেদ চৌধুরীর শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পরে অতিথিরা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ও করোনা ইউনিট ঘুরে দেখেন। পুরাতন হাসপাতালকে নতুন রুপে সজ্জিত করায় অতিথিরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহামেদ চৌধুরী সাজেলের প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *