সুন্দরবনের ভারতীয় অংশে বাঘের থাবায় ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক- সুন্দরবনের ভারতীয় অংশে চলতি বছরের এ পর্যন্ত বাঘের থাবায় ১০ জেলের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। সুন্দরবনের মৎস্যজীবী সংগঠনের বরাত দিয়ে বুধবার টাইমস অব ইন্ডিয়ার বাংলা দৈনিক এই সময় পত্রিকা এ তথ্য জানিয়েছে।
ফাইল ফটো
প্রতিবেদনে জানানো হয়, গত তিন মাসে এ পর্যন্ত ১০ জন জেলে সুন্দরবনের নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় মারা যান। এর মধ্যে আহত হন ১৫ জন।
নিহত ব্যক্তিরা হলেন- গোসাবা এলাকার প্রদীপ মণ্ডল (২৭), সিরাজুল মণ্ডল (৫২) ও দীপক মণ্ডল (৩৫); পাথর প্রতিমা এলাকার বাচ্চু মল্লিক (৩৭) ও জগদীশ প্রধান (৩০); মৈপীঠ এলাকার সবিতা মুন্ডা (৪০), দীনেশ মাইতি (২৩), তপন বেরা (২০) ও দশরথ দাস (২৮) এবং কুলতলি এলাকার হামিদ আলী শেখ (৩৫)।
সুন্দরবন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থিত। এর মধ্যে বেশির ভাগ বাংলাদেশে। ভারতীয় সুন্দরবনে রয়েছে ৪ হাজার ২০০ বর্গ কিলোমিটারজুড়ে ব্যাঘ্র প্রকল্প এলাকা। আর ৫৫০ বর্গ কিলোমিটারজুড়ে আছে অভয়ারণ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *