নোয়াখালীতে ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, আটক ১

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
নোয়াখালীতে ফেইসবুকে প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও মেয়রদের বোমা মেরে হত্যার হুমকির অভিযোগে জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ ১জনকে আটক করেছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে অভিযুক্ত আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে।
এর আগে একই দিন দুপুরে এ ঘটনায় ডিবির (এসআই) মোহাম্মদ আশিকুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

আটককৃত জসিম উদ্দিন খন্দকার (৫০), বেগমগঞ্জের দূর্গাপর এলাকার খন্দকার বাড়ির মৃত আব্দুল মতিন’র ছেলে।
জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত জসিম তার ব্যবহৃত ফেইসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা মেরে হত্যার হুমকি, কুরুচিপূর্ণ বক্তব্য, এমপি, উপজেলা চেয়ারম্যান ও মেয়রদের হত্যার হুমকি ও গণভবন উড়িয়ে দেওয়ার হুমকি ও ভীতি প্রদর্শন মূলক পোষ্ট দেয়।

পরে বিষয়টি নোয়াখালী পুলিশ সুপার ও জেলা ডিবি পুলিশের নজরে আসলে গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *