জহিরুল ইসলাম জাহাঙ্গীর:
ফেনীর ফুলগাজীতে অপহৃত এক স্কুল ছাত্রীকে ২ দিন পর উদ্ধার করেছে ফুলগাজী থানার পুলিশ। সে উপজেলার আমজাদ হাটের স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। গত মঙ্গলবার উপজেলার জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ রাসেল (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে। পরদিন (২০নভেম্বর) আসামীকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে ফুলগাজী থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। গত রোববার প্রাইভেট পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে অপহরণ করে বলে পরিবারের অভিযোগ।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার সময়ে রাসেল ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। কিন্তু বিষয়টি নিয়ে ওই ছাত্রীর পরিবারের লোকজন রাসেলের পরিবারকে অবহিত করা হয়। এতে রাসেল আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। গত রোববার সকালে রাসেল তার দুই সহযোগীকে নিয়ে ওই ছাত্রীর পথ গতিরোধ করে তাকে ওঠিয়ে নিয়ে যায়। এঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রাসেলকে প্রধান আসামী করে ফুলগাজী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাসেলকে গ্রেপ্তার করেছেন এবং তার দেয়া তথ্যমতে উপজেলার জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের তার খালার বাড়ি থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন বলেন, মামলার এজাহারনামীয় আসামী রাসেলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে ।