ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
ছাগলনাইয়ায় রোববার ভোরে র্যাবের অভিযানে ১৪ কেজি গাজা ও ৫১ বোতল ফেনসিডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। আটক আমজাদ হোসেন মানিক (২৮) উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্ব মধুগ্রামের আহাম্মদ করিমের ছেলে।
র্যাব-৭,চট্টগ্রাম জানান পূর্ব মধুগ্রাম দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও আহমদিয়া হাফেজিয়া এতিমখানার সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী অবস্থান করছে।
খবর পেয়ে র্যাবের মেজর মোঃ মুশফিকুর রহমান রাতেই চট্টগ্রাম থেকে রওনা হয়ে ঘটনাস্থলে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাকদ বিক্রেতারা দৌঁড়ে পালানোর সময় র্যাব-সদস্যরা ধাওয়া করে আমজাদ হোসেন মানিক (২৮)কে আটক করে।
আটককৃতকে জিজ্ঞাসাবাদে সে পাশে লুকানো প্লাস্টিকের বস্তা হতে ১৪ কেজি গাঁজা এবং ৫১ বোতল ফেনসিডিল দেখিয়ে দেয়।
র্যাব জানায় সে দীর্ঘদিন যাবৎ ছাগলনাইয়ার সীমান্তবর্তী ভারত থেকে মাদক সংগ্রহ করে ফেনী জেলাসহ দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে ।
তার নামে র্যাব বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মাদক আইনে মামলা করেন।