ভারত ও চীনের মধ্যে চরম উত্তেজনা : লাদাখ সীমান্তে সৈন্য বৃদ্ধি করেছে চীন

প্রতিবেদকঃ
ভারত ও চীনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা।

এমন পরিস্থিতির মাঝেই লাদাখ সীমান্তে আরও সামরিক শক্তি বৃদ্ধি করেছে চীন। সম্প্রতি স্যাটেলাইট চিত্রে লাদাখে কালো তাবুর যে ছবি পাওয়া গেছে তা থেকে এমনটাই দাবি করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তাবুর নিচে ঘাঁটি গেড়েছে চীনের সেনারা। সেই সেক্টরে ৯ কিলোমিটারের মধ্যে প্রায় ১৬টি শিবির চিহ্নিত করেছে সেই চিত্র।

চিত্রে স্পষ্ট, সামরিক স্তরের আলোচনায় চীন বাহিনী সরানোর প্রতিশ্রুতি দিলেও, সেটা খাতায়-কলমে। শুধু তাই নয় এলএসি বরাবর ব্যাপক সামরিক সম্ভার বাড়াচ্ছে বেইজিং। সেই চিত্র পর্যবেক্ষণ করে এমন দাবি করা হয়েছে।

গত ২২ জুন লেফটেন্যান্ট পদমর্যাদার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে দুটি দেশ সীমান্ত থেকে নিরাপদ দূরত্বে বাহিনী সরানোর পক্ষে সম্মতি দেয়।

কিন্তু সাম্প্রতিক উপগ্রহ চিত্র অন্য কথা বলছে। ২৫ ও ২৬ জুন প্রকাশিত এই চিত্রে এখনও বিতর্কিত এলাকায় চীন সেনার উপস্থিতি স্পষ্ট। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *