মোহাম্মদ না‌সিম এমপি’র মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

শহর প্রতিনিধি :
জাতীয় ৪ নেতার অন্যতম শহীদ এম. মনসুর আলীর সুযোগ্য সন্তান এবং বাংলা‌দেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য‌নির্বাহী সংস‌দের প্রে‌সি‌ডিয়াম সদস্য, সা‌বেক ডাক টে‌লি‌যোগা‌যোগ, গণপূর্ত, স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী,‌ সা‌বেক বি‌রোধী দলীয় চীফ হুইপ, কেন্দ্রীয় ১৪ দ‌লের সমন্বয়ক, রাজপ‌থের লড়াকু সৈ‌নিক জাতীয় নেতা মোহাম্মদ না‌সিম এমপি’র এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পাবনা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিব হাসান টিপুর আয়োজনে কালাচাঁদপাড়া আল হেলাল জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে প্রয়াত মোহাম্মদ না‌সিম এমপির আত্মার মাগফেরাত কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ইকবাল, নবীন, মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী জুয়েল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রার্থী মামুন আজিজ খান তুষার, সাবেক থানা ছাত্রলীগ সভাপতি সুমন , যুবলীগ নেতা বড়দা হেলাল, আসাদুজ্জামান হেলাল, মিলন, আকাশ, শহীদ মনসুর আলী স্মৃতি পরিষদের সভাপতি বৃষ্টা সাহা, সাধারণ সম্পাদক বাবলু, ছাত্রলীগ নেতা সজিব, মাহফুজ, মেহেদী , সাগর, শিতলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *