সোনাগাজীতে ইউপি সদস্যের পরকিয়ার প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে গ্রামছাড়া | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউপি সদস্য গোলাম কিবরিয়া শামীমের পরকিয়ার বিষয়ে পুলিশ ও সাংবাদিকদের কাছে প্রকাশ- করায় কামাল উদ্দিন প্রকাশ মিয়া নামের এক অটোরিকশা চালককে গ্রামছাড়া করার অভিযোগ পাওয়া গেছে।

স্ত্রীর সাথে পরকিয়া নিয়ে মুখ খোলায় কামাল উদ্দিনকে পিটিয়ে জখম করেছে শামীম ও তার লোকজন। আহত কামাল উদ্দিন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দেন।

খবর পেয়ে শামীম ও তার কিশোর গ্যাংয়ের লোকজন কামালকে তার বাড়ীতে অবরুদ্ধ করে গ্রাম ছাড়া করার হুমকি দেয়।

সরেজমিনে দেখা যায়, শামীম মেম্বার ও তার সহযোগিরা কামাল উদ্দিনের বসতঘরের দরজায় তালা ঝুলিয়ে দেয়।

এর আগে, মঙ্গলবার (২৩ শে জুন) রাতের বেলায় কামাল উদ্দিন কে শামীম মেম্বার ও তার সহযোগীরা তার বাড়ী থেকে তুলে নিয়ে তাকে দাগনপাড়ার খালের পাড়ে নিয়ে যায়। এবং তাকে পিটিয়ে আহত করে জোরপূর্বক মোবাইলে তার জবানবন্দির ভিডিও ধারন করে। এই ঘটনা ঘটে ৮ নং আমিরাবাদ ইউনিয়নের চরকৃষনজয় ৫ নাম্বার ওয়ার্ডের হাজী পাড়া নতুন মসজিদ গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সুত্রে জানা যায়,গোলাম কিবরিয়া শামীম ইউপি সদস্য নির্বাচিত হওয়ার আগ থেকে তার বাড়ীঘর থাকা সত্তেও দিন-রাত সব সময় অটোরিকশা চালক কামাল উদ্দিন প্রকাশ মিয়ার বাড়ীঘরে যেতো। একদিন কামাল উদ্দিন তার কর্মস্থল থেকে রাতে বাড়িতে ফিরে তাদের দুইজনকে হাতে নাতে দেখে পেলেন। মান সম্মানের ভয়ে কামাল উদ্দিন বিষয়টি পারিবারিক ভাবে সমাধান করার চেস্টা করে তাতে ব্যর্থ হন তিনি। ইউপি সদস্য শামীম ও তার স্ত্রীর বিষয়টি কামাল উদ্দিন সমাজের লোকদের জানিয়ে রাখলেও শামীম ইউপি সদস্য হওয়ার তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে রাজি হয়নি।

গত ২১ শে জুন কামাল উদ্দিন সোনাগাজী মডেল থানায় অভিযোগ দায়ের করে। পরে কামাল উদ্দিন সাংবাদিকদের কাছে এসে শামীম মেম্বার কর্তৃক তার পারিবারিক সমস্যার বিষয়টি জানালে সংবাদ কর্মীরা তার বক্তব্য রেকর্ড করে নেয় এবং তার দেওয়া বক্তব্য সাংবাদিকরা প্রচার করলে তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে শামীম ও তার অনুসারীরা।

ঐ দিন রাতেই শামীম ও তার লোক জন নিয়ে কামাল উদ্দিনের হাজী পাড়া বাড়ীতে গিয়ে যুবসমাজ নামের কিছু বখাটে মাদকাসক্ত লোকজন নিয়ে গ্রাম শালিসে বসে তাকে উল্টো শ্বাসিয়ে কানে ধরায় এবং তাকে দুই দিনের সময় বেধে দেওয়া হয় ভিডিওটি সাংবাদিকদের এনে ডিলেট করার জন্য,পরে শামীম ও তার সহযোগীরা তাকে তার বাড়ীতে গিয়ে ২২ শে জুন বিকালে তার পরিবার ও বহিরাগত লোকজনের উপস্থিতে তাকে সাংবাদিকদের কাছে বলা বক্তব্যটি ভুল ও মিথ্যা বলেছে মর্মে কথা গুলো শিখিয়ে দিয়ে কামাল উদ্দিন থেকে একটি জোরপূর্বক জবান বন্দি রেকর্ড করে বলে জানান এলেকার লোকজন।

তবে মডেল থানার এসআই নুর করিম জানান- কামাল অভিযোগ নিয়ে থানায় এসেছিল। ওসি না থাকায় তাকে পরে আসতে বলা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *