মোঃস্বাপন মজুমদার বাহারাইন-
বাহারাইনে এক বাংদেশীর আত্মহত্যা মঙ্গলবার
বাহরাইনের রাজধানী মানামায় হুমায়ূন নামে (২৮ ) একজন বাংলাদেশী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন, তার দেশের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার পোস্ট অফিস রাজঘাড়া, বাইঞ্জা গ্রামের মৃত বাবর আলী ছেলে।তাহার রোমের একজনের বয়ানমতে ২১ তারিখ মঙ্গলবার ভোর ৩ টার সময় ডিউটিতে যাওয়ার সময় তাকে দেশে পরিবারের সাথে ফোনে কথা বলতে দেখেছে বলে তিনি জানান, পরে সকাল ৮ টার দিকে রোমের অন্য এক সদস্য এসে তাহার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তারা ময়নাতদন্তের জন্য বাহরাইনের সরকারী হসপিটাল সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সের মর্গে নিয়ে যাওয়া হয়
বাহারাইনে এক বাংলাদেশীর আত্মহত্যা