বাহারাইনে এক বাংলাদেশীর আত্মহত্যা

মোঃস্বাপন মজুমদার বাহারাইন-
বাহারাইনে এক বাংদেশীর আত্মহত্যা  মঙ্গলবার
বাহরাইনের রাজধানী মানামায় হুমায়ূন নামে   (২৮ ) একজন বাংলাদেশী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন, তার দেশের  বাড়ি  নেত্রকোনা জেলার পূর্বধলা থানার পোস্ট অফিস রাজঘাড়া, বাইঞ্জা গ্রামের  মৃত বাবর আলী ছেলে।তাহার রোমের একজনের বয়ানমতে  ২১ তারিখ মঙ্গলবার ভোর ৩ টার সময় ডিউটিতে যাওয়ার সময় তাকে দেশে পরিবারের সাথে ফোনে কথা বলতে দেখেছে বলে তিনি জানান, পরে সকাল ৮ টার দিকে রোমের অন্য এক সদস্য এসে তাহার ঝুলন্ত লাশ দেখতে  পান। পরে পুলিশে খবর দিলে তারা ময়নাতদন্তের জন্য বাহরাইনের সরকারী হসপিটাল সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সের মর্গে নিয়ে যাওয়া হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *