গাইবান্ধা প্রতিনিধি – গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট নেয়া হবে বিকেল ৪টা পর্যন্ত।
আওয়ামী লীগ দলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন গুলিতে নিহত হওয়ার পর আসনটি শূন্য হয়। এরপর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
উপজেলার পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৩’শ ৮১ জন। এর মধ্যে পুরুষ- ১ লাখ ৬২ হাজার ৫’শ ৮৫ জন। মহিলা- ১ লাখ ৭০ হাজার ৮’শ ৪১ জন। ১’শ ৯টি কেন্দ্রের ৬’শ ৩৭টি বুথের ভোট গ্রহণ করা হবে।
ইতোমধ্যে ১’শ ৯ জন প্রিজাইডিং অফিসার, ৬’শ ৩৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ২’শ ৭৪ জন পুলিং অফিসার নিয়োগ করা হয়েছে।
এ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত গোলাম মোস্তফা আহম্মেদ (নৌকা), জাতীয় পাটির শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার (আপেল), জেপি’র ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (বাই-সাইকেল), জাসদ’র এ্যাড মোহাম্মদ আলী প্রামানিক (মশাল), গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ) ও এনপিপি’র জিয়া জামান খান (আম)।
এছাড়া র্যাব, বিজিবি, পুলিশ আনছারসহ ৫ স্তরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সাদা পোশাকে কয়েকটি স্তরের প্রশাসনিক নজরদারী অব্যাহত রয়েছে আগে থেকেই।
উল্লেখ্য, গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাষ্টার পাড়াস্থ নিজ বাসভবনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সরকার দলীয় এমপি মঞ্জুুরুল ইসলাম লিটন। ফলে আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে শূন্য হওয়া আসনের উপ-নির্বাচন।
সুন্দরগঞ্জে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে