বেগমগঞ্জে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ | বাংলারদর্পন

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ উল্যাহ (৫৩) নামের এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিহত মোহাম্মদ উল্যাহর ছেলে বাদি হয়ে বেগমগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।

সোমবার (২২ জুন) বিকেলে পুলিশ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়নপুর গ্রামের ফজলুল হক মাষ্টারের বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মোহাম্মদ উল্যাহ ওই বাড়ির মৃত আবদুল জব্বারের ছেলে। তিনি চৌমুহনী পোষ্ট অফিস রোড আলিফ প্রেসের মালিক।

নিহতের পরিবার জানান, মোহাম্মদ উল্যার সাথে একই বাড়ীর আবদুল কাদেরের ছেলে আবু তাহেরের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এনিয়ে আবু তাহের বেগমগঞ্জ থানায় মোহাম্মদ উল্যাহর বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় রোববার রাতে বেগমগঞ্জ থানা পুলিশের এস আই সাহেদের নেতৃত্বে পুলিশ গ্রেফতার করতে বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ উল্যাহ গ্রেফতার এড়াতে বাসার ছাদ দিয়ে পুকুর পাড়ের আম গাছে উঠে পড়েন। পুলিশ ঘর তল্লাসী করে তাকে না পেয়ে বাড়ির সামনে চলে আসে।

এসময় মোহাম্মদ উল্যাহ পুকুরের পানিতে পড়ে যান। পরে মামলার বাদীর ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ মোহাম্মদ উল্যাহকে গ্রেফতার না করে তার স্ত্রীর জিম্মায় দিয়ে চলে যায়। স্ত্রী-সন্তানরা তাকে গুরুতর অবস্থায় মাইজদী ও চৌমুহনীর একাধিক হাসপাতালে নিয়ে গেলেও করোনার কারণে কোন হাসপাতাল তাকে ভর্তি বা চিকিৎসা করায় নি। একপর্যায়ে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ উল্যাহকে মৃত ঘোষনা করেন।

পরে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বাড়িতে আসার পর পুলিশ দাফনের করার জন্য পুলিশ নির্দেশ দিলেও তার আত্মীয় স্বজনরা মরদেহ কবর দেয়নি। এরআগে, মামলার বাদী ও পরিবারের লোকজন একত্রিত হয়ে দাফনের জন্য কবর খোঁড়ে। এতে প্রতিপক্ষের ভূমিকা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সংবাদকর্মীরা বিষয়টি জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনকে অবগত করলে তিনি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) শাহজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা মৃতদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্ত হবে, রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *