প্রতিবেদক :
শনিবার (২০ জুন) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে গনমাধ্যমকে জানিয়েছেন তার ভাগ্নে মজিবুর রহমান। তিনি জানান, রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো মৃত্যুর খবরটি গুজব।
এর আগে জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি হলে বেডে দেওয়া হয়েছিল।
কিন্তু বৃহস্পতিবার (১৮ জুন) অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে সাহারা খাতুনের করোনা টেস্টে নেগেটিভ আসে।
ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয় বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নিয়েছেন।
তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। দলের ত্যাগী প্রবীণ এ নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বাংলারদর্পন