শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা (খুলনা) :
ঘূর্ণিঝড় আমপানের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষকে ঘুরে দাঁড়াতে কৃষির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খুলনা- ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ।
তিনি বলেন ২০-২৫ বছর আগে শরীয়তপুর ফরিদপুর অঞ্চল থেকে ধান কাটার শ্রমিক আসতো তারা এই অঞ্চলে মাসব্যাপী ধান কাটতো আর এখন এই অঞ্চল থেকে ওইসব অঞ্চলে মানুষ ধান কাটতে যায়, এর কারণ শহরের এক শ্রেণীর পুঁজিপতিরা ঘের ব্যবসার নামে টাকার লোভ দেখিয়ে কৃষি জমি গুলো লিজ নিয়ে অপরিকল্পিতভাবে লবণ পানির চিংড়ি ঘের করে কৃষি জমি গুলো নষ্ট করেছে। যে কারণে কৃষকরা আজ সর্বস্বান্ত। লবণ পানির করালগ্রাসে এক সময়কার সবুজ বেষ্টনী আজ বিরাণভূমিতে পরিণত হয়েছে।
কৃষি উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি বলেন, এঅঞ্চলের প্রত্যেকটি জমিতে এখন তিনটা করে ফসল হচ্ছে, এখন কৃষকের আকাশের বৃষ্টির জন্য বসে থাকতে হয় না। সরকারের সহযোগিতায় কৃষি সরঞ্জামাদির সহজলভ্যতা প্রয়োজনীয় পানি সার-কীটনাশক উন্নত বীজ ব্যবহার করতে পারছে কৃষক, এতে করে এ অঞ্চলে কৃষি বিপ্লব ঘটানো কোন কঠিন কাজ নয়।
তিনি বলেন সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে ।
২০ জুন শনিবার বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন, উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম মিজান মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, নাসিমা আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর-ই আলম সিদ্দিকী, কয়রা থানার ওসি মো: রবিউল হোসেন,
আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পার, অ্যাড আরাফাত হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ অনুষ্ঠানে জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব সুশীল সমাজ সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাংলারদর্পন