নোয়াখালীতে ১ ওসিসহ ৭৫পুলিশ করোনায় আক্রান্ত – বাংলারদর্পন

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী :
নোয়াখালীতে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ (পিপিএম)সহ মোট ৭৫জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৬টায় নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,  আজ সোনাইমুড়ী থানার ওসিসহ দুই উপ-পরিদর্শক (এসআই) করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নমুনা পরীক্ষায় আজ করোনা পজিটিভ আসে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত নোয়াখালী জেলায় মোট ৭৫ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আজ সন্ধ্যা পর্যন্ত ২৭জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) বিশাল আহমেদ জানান, বর্তমানে তারা হোম কোয়ারেন্টিনে আছেন।
তবে এর আগে একজন পুলিশ সদস্য করোনায় পজেটিভ হওয়ায় তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

সোনাইমড়ুী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাইনুল ইসলাম জানান, গত ১ জুন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নমুনা দেওয়া হয়। বুধবার দুপুরে তার করোনা পজেটিভের ফল আসে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *