প্রতিবেদক : করোনা থেকে সুস্থ হয়ে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মস্থলে যোগদান করলেন কনসালট্যাণ্ট (সার্জারী) ডা. তানভীর আহমেদ সনেট এবং স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সোবহান।
রবিবার ৭ জুন দুপুরে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ বি এম মোজাম্মেল হকের সভাপতিত্বে এক অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে করোনা জয়ী এই দুই বীর যোদ্ধাদের বরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে তাদের বরণ করেন ফেনী জেলার স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল চিকিৎসকবৃন্দ ও কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।
ফেনী সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন করোনা জয়ী দুইজনকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাদের উদ্যম ও দৃঢ় মনোবলের প্রশংসা করেন । বাংলারদর্পন