ফরিদপুরে অস্ত্র গুলি, মাদক ও বিপুল পরিমান টাকাসহ গ্রেপ্তার ১০ | বাংলারদর্পন

প্রতিবেদকঃ
মাঝরাতে চালানো অভিযানে ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম ও তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর মামুনসহ অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।

রাত সোয়া ১১টার দিকে ফোনে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। রাতভর অভিযান চলে। এসময় বিপুল পরিমান অস্ত্র, মাদক, গুলি, নগদ টাকা উদ্ধার করা হয়।

ফরিদপুর শহর আওয়ামী লীগ সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী বলেন, ‘বরকত-রুবেলসহ ১০ জনকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। তবে কী কারণে তাদের আটক করা হয়েছে তা আমার জানা নেই।’

পুলিশের একটি সূত্র জানায়, গত ১৬ মে রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল সাহার বাড়িতে দুই দফা হামলা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান চালানো হচ্ছে। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *