ফেনী সদরে জাতীয় পরিচয় পত্রে ভুল সংশোধনের অাবেদন গ্রহন ২৪ মার্চ

 

জরুরী বিজ্ঞপ্তি-

 

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে ৩য় পর্যায়ে সকল জেলার সদর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন করা হবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র মুদ্রনের পর কোন কোন নাগরিকে স্মার্ট জাতীয় পরিচয়ত্রে ভুল আছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, যদিও সারা বছর উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে সংশোধন আবেদন গ্রহনের সুযোগ রয়েছে। এছাড়াও ইতিপূর্বে একাদিকবার জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনের বিষয়ে বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে। তারপরও যাদের জাতীয় পরিচয়পত্রে তথ্য ভুল আছে কিন্তুু ইতোপূর্বে প্রদত্ত সংশোধনের সুযোগ গ্রহন করেন নাই, তাদেরকে পুনরায় সংশোধনের সুযোগ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে লক্ষ্যে আপনার এলাকার ভোটারদের জাতীয় পরিচয়পত্রে যাদের তথ্য ভুল আছে তাদেরকে আগামী ২৪/০৩/২০১৭ ইং তারিখের মধ্যে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজ পত্রাদিসহ সংশোধন আবেদন রিম্ম স্বাক্ষরকারীর কার্যালয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো ।

 

 

(আফরোজা পারভীন)

উপজেলা নির্বাচন অফিসার

ফেনী সদর ,ফেনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *