ফটিকছড়ির দাঁতমারা আদর্শগ্রাম মসজিদ উদ্বোধন 

 

ওমর ফারুক ঈসান.ফটিকছড়ি :

 

 

ফটিকছড়িতে ঐতিহ্যবাহী সামাজিক সেবামূলক সংঘঠন এহাইয়া উসসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান (মাওঃ) শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদীর সহযোগীতায় ২নং দাঁতমারা ইউনিয়নের অন্তর্গত আদর্শগ্রামে নবনির্মিত টিনসেট মসজিদ মঙ্গলবার দুপুরে উদ্ধোধন হয়।

 

 

উদ্ধোধনের সময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, দাঁতমারা ইউনিয়নের দুই-দুইবার নির্বাচিত  চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক  মুহাম্মদ জানে আলম।

 

 

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন , এহাইয়া উসসুন্নাহ ফাউন্ডেশন এর ভাইস

চেয়ারম্যান মাওঃ নিজাম উদ্দীন ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওঃ আবুল হুসাইন , মাওঃ ইয়াছিন , মুহাম্মদ ওসমান, হাফেজ ইসমাঈল, ইলিয়াজ জামী ও ক্বারী বেলাল।  এসময় আদর্শগ্রামের সম্মানিত ব্যক্তি বর্গ ও এলাকার ধর্মপ্রাণ মুসলমান গন উপস্থিত ছিলেন ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *