রাতে গরু চুরি : সকালে পাওয়া গেল মাথা ও চামড়া : বাচ্চা মিললো ডোবায় | বাংলারদর্পন

ফেনী’ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাস্টার বাড়ীর কৃষক হোসেন আহম্মদ দুধ উৎপাদনের লক্ষে একটি গাভী পালন করেন। গাভীটি ৬মাসের অন্তঃস্বত্বা। শুক্রবার (৫জুন) মধ্যরাতে গরুটি চুরি হয়। রাতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করেন।

পরদিন সকালে চুরি হওয়া গাভীটির মাথা ও চামড়া মিললো সেনেরখিল সেলিম আল-দিন প্রাথমিক বিদ্যালয়ের পেছনে। এবং পেটের সেই বাচ্চাটি মিললো পাশ্ববর্তী ডোবায়।

হোসেন আহম্মদের ছেলে নোবেল জানায়,গাভীটির বাজারমুল্য ৬০ হাজার টাকা।
স্থানীয় কিছু গরু চোর, কসাই ও মাংস ব্যাবসায়ী যোগসাজশে এ ধরনের জগন্য কাজটি করতে পারে। তিনি ব্যাবস্থা নেয়ার দাবি জানিয়ে বলেন গত বছরের জুন মাসে তার আরো একটি গরু চুরি করেছিল দুর্বৃত্তরা। প্রশাসনের গাফিলাতির কারনে চোর শনাক্ত হয়নি । যার কারনে চুরি বন্ধ হচ্ছেনা।

চুরির বিষয়টি নিশ্চিত করে মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানায়, দ্রুত সময়ের মধ্যে গরু চোরদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগীতা করবে ইউনিয়ন পরিষদ।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
-গিয়াস উদ্দিন মামুন, বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *