২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৭, নতুন আক্রান্ত ২৬৯৫ – বাংলারদর্পন

প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় আগের দিনের মতোই দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ৭৪৬ জনে। এছাড়া নতুন করে আরো দুই হাজার ৬৯৫ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন ।

বুধবার (৩ জুন) করোনা পরিস্থিতি নিয়ে অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫হাজার ১০৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *