রামগড় প্রতিনিধি :
জেলার রামগড় উপজেলা মৎস্য অফিস হতে চারটি সিআইজি মৎস্যচাষী সমবায় সমিতির চার জন চাষী কে মাছের খাদ্য ও পোনামাছ বিতরণ করা হয়।
আজ ২ জুন সকাল ১১ টায় মৎস্য অফিস আঙ্গিনায় বিতরন করার সময় উপস্থিত ছিলো রামগড় উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার নাছির উদ্দিন চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাশ ও মৎস্য সম্প্রসারণ অঞ্জন কুমার দাশ প্রমুখ ।
চার জন চাষীকে জন প্রতি ২০০ কেজি হারে কার্প স্টাটার (ভাসমান) খাদ্য ও ২৭ কেজি হারে মাছেরপোনা বিনামূল্যে বিতরন করা হয়।