ফেনীউরিজমের ট্যুরে অংশ নিয়েছে সরকারী বালিকা বিদ্যালয়

ফেনী প্রতিনিধি  : ফেনিউরিজমের পরবর্তী ট্যুর হচ্ছে   ২১ মার্চ, ২০১৭। অংশগ্রহণ করছে ফেনী সরকারী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। ১ মার্চ ২০১৭ বিভাগীয় কমিশনার চট্টগ্রাম,  মোঃ রুহুল আমীন এক বর্ণাঢ্য  আয়োজনের মাধ্যমে ফোনিউরিজমের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। জেলার স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসনের আয়োজনে এসব ট্যুরে অংশ নেওয়ার ক্ষেত্রে ব্যাপক উদ্দীপনা তৈরী হয়েছে।ইতোমধ্যে  অনলাইনে প্রায় ৩০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। উদ্বোধনের পর থেকে প্রতি ট্যুরে ৬০ জন করে শিক্ষার্থীকে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ফেনী জেলার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান সমূহে ঘুরিয়ে আনা হয়েছে এবং দিন শেষে ঐ স্থানগুলোর উপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। শুরু হয়েছে বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানের উন্নয়ন কার্যক্রমও।

জেলার তরুণ প্রজন্ম ভীষণভাবে আন্দোলিত হয়েছে। জেলার পর্যটন স্থান গুলোর অবকাঠামো উন্নয়নবাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি ও ধনাঢ্য ব্যক্তিগণ সম্পৃক্ত হচ্ছে।জেলা প্রশাসনের এই উদ্যোগের আলোকে উজ্জীবিত হয়ে বেসরকারি বিভিন্ন সামাজিক সংগঠনও এ ধরণের ট্যুর আয়োজনে আগ্রহ প্রকাশ করছে। ট্যুর সংগঠকগণ এই কার্যক্রমটি স্বতন্ত্রভাবে পরিচালিত করবে ফলে ফেনিউরিজম টেকসই একটি পর্যটন পদ্ধতিরুপে প্রতিষ্ঠা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *